ঢাকাThursday , 2 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে বিপুল পরিমান শীতবস্ত্র বিতরণ 

Link Copied!

পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি-
০২ জানুয়ারী/১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে প্রথম বারের মত বিপুল পরিমান কম্বল বিতরণ করা হয়েছে। বৃহষ্পবিার বেলা সাড়ে ১১টায় জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লবের নিজ অর্থায়নে ১০ হাজারেরও বেশী অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল  বিতরণ করা হয়।
এসময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নূরে আলম,  রুকিন্দীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ।
কম্বল নিতে আসা উপজেলার নলাডাঙ্গা গ্রামের বিধাব সুধা রানী ̣(৭৫), মিনতী রানী (৭০) বলেন, শীতে জীবন যায় যায় অবস্থা, কম্বল পাইছি বাবা, আজ রাতে ভালো ঘুম হবে।
চকবিলা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ  ইউনুস আলীসহ শীত বস্ত্র নিতে আসা অসহায় নারী-পুরুষরা জানান, জয়পুরহাটে  কনকনে শীত, এমন তীব্র শীতে গরম বস্ত্র পেয়ে তারা শীত নিরাবন করতে পারবেন।
রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবীর এপ্লব বলেন, জয়পুরহাটে এবার স্মরণ কালের সব চেয়ে বেশী শীত পরেছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাপছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আমার সাধ্যমত শীত বস্ত্র দিয়ে চেষ্টা করেছি। প্রবল কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষ শীতের কম্বল পেয়ে মহাখুশি। যার যার অবস্থান থেকে এই সব হতদরিদ্র  মানুষের পাশে দাড়ানোর জন্য বিনীত আহবানও জানান তিনি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।