ঢাকাTuesday , 28 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তালুকদার আব্দুল খালেক।

Link Copied!

মোঃহাফিজুর রহমান,  মোংলা প্রতিনিধি ঃ

মোংলা- রামপাল (বাগেরহাট-৩) আসনের সাবেক সাংসদ ও বর্তমান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন তালুকদার আব্দুল খালেক
গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তালুকদার আবদুল খালেক।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

মঙ্গলবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়েছে।
 
এছাড়াও আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। অন্যদিকে রাজশাহীর সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।
 
দেশে বর্তমানে ১২টি সিটি কর্পোরেশেন রয়েছে। মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হককেও মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছিল।খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

তালুকদার আব্দুল খালেক ১৯৯৬ -২০০১ সাল পর্যন্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ত্রান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগেও ২০০৮ সালের খুলনা সিটি নির্বাচনে প্রথম বারের মত মেয়র নির্বাচিত হন তালুকদার খালেক

প্রতিমন্ত্রীর মর্যাদা পাওয়ায় মোংলা রামপালের আওয়ামীলীগের নেতা কর্মি সমার্থকরা মাননীয়প্রধানমন্ত্রীকে অভিনন্দনও শুভেচ্ছা জানিয়েছে, এবং
মোংলা পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন টিটু এই শুভ সংবাদশুনে তাতক্ষনিক ঘরোয়া বৈঠক করে মিষ্টি  বিতরন করেছেন এবং মাননীয়প্রধানমন্ত্রীকে  অভিনন্দনও শুভেচ্ছা জানিয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।