ঢাকাSaturday , 1 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ!

Link Copied!

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সরকার কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমাজের দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, শনিবার দুপুরে (১ জুন) উপজেলা সদর নজিপুর পৌর শহরের ১,২ ও ৩নং ওয়ার্ডের চাল বিতণের সময় নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে একই ব্যক্তিকে একাধিকবার গ্রহণের চেষ্টাকালে চালসহ বাইসাইকেল জব্দ করলেও চাল গ্রহিতা মেহেদি হাসান ও রুস্তম আলী নামে দুই ব্যক্তি পালিয়ে যায়। অপরদিকে, উপজেলার ঘোষনগর ইউনিয়নের গগনপুরে চাল বিতরণে নির্ধারিত ১৫ কেজির পরিবর্তে কম চাল দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে একই ব্যক্তিকে একাধিকবার চাল গ্রহণের চেষ্টার অভিযোগ থাকায় চালসহ বাইসাইকেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত চাল গ্রহণকারী মেহেদি হাসান ও রুস্তম আলী নামের দুই জনের নামে আইনত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।