ঢাকাWednesday , 9 November 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নৌকাডুবির ৪৫ দিনের মাথায় এক অর্ধগলিত মরদেহ উদ্ধার

Link Copied!

 

মনজু হোসেন স্টাফ রিপোর্টার:

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবির ৪৫ দিনের মাথায় ভুপেন রায় ওরফে পানিয়া (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে নৌকা ডুবিরস্থানে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পানিয়া দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে।

গত ২৫ সেপ্টেম্বর বদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে অংশ নিতে আউলিয়ার ঘাটে নৌকায় চড়ে নদী পাড় হওয়ার সময় নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এতে ৬৯ জনের মৃরদেহ উদ্ধার করা হয় এবং ভুপেন্দ্রনার্থ রায় ওরফে পানিয়াসহ তিন জন ব্যক্তি নিখোঁজ হন। নিখোঁজের ৪৫ দিনের মাথায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নৌকা ডুবির ঘটনায় আরো দুই জন নিখোঁজ রয়েছে।

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো: রেজাউল করিম পানিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে চিহিৃত করেন। পরে করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৭০ জনে।

এদিকে মরদেহ নদিতে পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ছুটে যান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।