ঢাকাFriday , 11 November 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চা গাছ কেটে ফেলছে দূর্বৃত্তরা কৃষকে মাথায় হাত

Link Copied!

মনজু হোসেন স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড় সদর উপজেলায় ইঞ্জিনিয়ার আবু শাহরিয়া আল মামুন নামের এক কৃষকের এক হাজারেরও বেশি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।
এবিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চগড় সদর থানায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা।

ইঞ্জিনিয়ার আবু শাহরিয়া আল মামুন জানান,
খেতে এখন পর্যন্ত পরিচর্যাসহ সার বাবদ কয়েক লাখ টাকার মত খরচ হয়েছে। চা পাতা কেটে বিক্রি করার সময় হয়েছে।এরই মধ্যে সংঘবদ্ধ একটি চক্র রাতে এ গাছ কেটেছে।বিষয়টি থানায় জানানো হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী করেন তিনি।

অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকার
মহাসড়কের পাশে তিন বিঘা জমিতে চা পাতা চাষ করেছিলেন তিনি। প্রতিদিনের মতো
শুক্রবার (১১ নভেম্বর) সকালে খেত পরিচর্যাকারী পরিচর্যার জন্য গিয়ে দেখতে পান, গাছ কেটে ও তুলে ফেলা হয়েছে।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু জানান,শাহরিয়া আল মামুন থাকেন শহরে কারো সঙ্গে ঝগড়া-বিবাদের কথাও শুনিনি কখনো।যে এ ঘটনা ঘটিয়েছেন তার শাস্তি হওয়া প্রয়োজন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।