ঢাকাTuesday , 25 October 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে বটগাছ উপড়ে রাস্তায় ১৯ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

Link Copied!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে বটগাছ উপড়ে রাস্তায় ১৯ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক।
নড়াইলে সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-মাওয়া-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে নাকশী মোড়ে বটগাছ উপড়ে রাস্তার উপর পড়ে থাকার কারনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বটগাছটি রাস্তার উপর থেকে অপসারণ করতে প্রায় ১৯ ঘণ্টা সময় লাগে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের মাদরাসার নাকশী এলাকায় বটগাছ পড়ে ঢাকা-মাওয়া-কালনা নড়াইল-বেনাপোল মহাসড়কে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গাছটি পড়ে যায় বলে স্থানীয়রা জানায়। এ কারণে ঢাকা বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। নড়াইল জেলা প্রশাসন,জেলা পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগীয়তায় উপড়ে যাওয়া বটগাছটি অপসারণ করতে সময় লাগে ১৯ ঘণ্টা।
নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, দুপুর ২ টার দিকে গাছ কেটে অপসারণের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।