ঢাকাThursday , 3 June 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পাটক্ষেত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

Link Copied!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
কাইজ্যা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি নড়াইলের চরব্রাহ্মণডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রাদি সহ মোশারেফ মোল্যা (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্রাদির মধ্যে রয়েছে ৯টি ধারালো সড়কি, ৩টি ঢাল ও ৩টি ঝুপি। বুধবার (২ জুন) দুপুরে পাটক্ষেত থেকে এসব উদ্ধার করে। নড়াইলের লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মনিরুল ইসলাম জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা, চরব্রাহ্মণডাঙ্গা, হান্দলা ও বাড়ীভাঙ্গা গ্রামসমূহে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। একটি গ্রুপের নেতা নাজির মোল্যার গ্রুপ সংঘর্ষের প্রস্তুতি হিসেবে নাজির মোল্যার বাড়ির পাশের পাটক্ষেতে ঢাল, সড়কি জমা করে রেখেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এসব অস্ত্রশস্ত্রাদি সহ চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের মৃত আউয়াল  হোসেন মোল্যার ছেলে মোশারেফ মোল্যাকে আটক করা হয়। পরে নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ভোরে চরব্রাহ্মণডাঙ্গা গ্রামে দুই পক্ষের রেষারেষির জের হিসেবে এক পক্ষ একই গ্রামের সাতক্ষীরায় একটি বেসরকারী ব্যাংকে চাকুরীরত বাড়ি হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এর ফলে শামীমুর রহমান বুলুর আড়াই বছরের শিশু আবু তালহা ইটের আঘাতে কপাল ও মাথায় লেগে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে নড়াইল সদর হাসপতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।