ঢাকাMonday , 22 March 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে করোনা মোকাবেলায় জেলা পুলিশের  উদ্যোগে আলোচনা সভা ও মাস্ক বিতরণ

Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।
করোনা মোকাবেলায় নড়াইল জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের (পিপিএম-বার) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার সাজ্জাদুর রহমান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাশ মোল্যাসহ বিভিন্ন পেশার মানুষ। রোববার (২১ মার্চ) বিকেলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
এদিকে, আলোচনা সভা শেষে শহরের বিভিন্ন সড়কে জনসচেতনতা সৃষ্টিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পথচারী ও যাত্রীদের মাস্ক পরিয়ে দেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।