ঢাকাWednesday , 1 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের পল্লীতে  বিপুল পরিমাণ কর্মহীন মানুষজনের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান! 

Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের পল্লীতে  বিপুল পরিমাণ কর্মহীন মানুষজনের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান। নড়াইলের লোহাগড়ায় ১০০জন কর্মহীন মানুষজনকে খাদ্য সহায়তা দিয়েছেন এইচএসসি-২০০৬ ব্যাচের শিক্ষার্থীরা

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১এপ্রিল) দিনব্যাপি ওই ব্যাচের শিক্ষার্থী কাজী ইমরান, কাজী নাহিদ, রাজিব, ইমরান, নাহিদ সুলতান, সুজন, শোভন, মুজিবুর, মোমিন, নয়ন আহম্মেদ, আল ইমরান, সৈয়দ আনিস, এনামুল মোল্যা, সাইমা বিনতে, মাসুদ, করবী, ডলার মাহমুদ, এম সাজ্জাদ হোসাইন, তপু, ইব্রাহীম, হিরোক, প্রশান্ত, মোস্তাফিজুর রহমান, নুরুন্নাহার, সোনিয়া মাহমুদা, বন্যা আক্তার, রুবায়েত, শোয়েব ও ইমরান সরদার উপজেলার মাইটকুমড়া, গোপীনাথপুর, রাজুপুর, রামপুর, কালনা, লোহাগড়া, লক্ষীপাশা, সিংগা, দাসেরডাঙ্গা চাচই, বাতাশী, কুন্দশী ও বয়রা গ্রামের ১’শ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫কেজি চাউল, ১কেজি মসুর ডাল, ১কেজি পিয়াজ, আধা কেজি রসূন, আধা লিটার ভোজ্য তৈল, আধা কেজি লবন, দেড় কেজি আলু ও সাবান ১টি। এ ব্যাপারে কথা হয় প্রধান উদ্যোক্তা এম এম কামরুল আলম ও কাজী ইমরানের সাথে। তারা জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের অংশ হিসেবে এলাকার শ্রমজীবি মানুষরা সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকায় তাদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা আগামী দিনগুলোতে অব্যহত থাকবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।