ঢাকাThursday , 13 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের চিত্রা নদীর পাড়ে গঙ্গা স্নান!!

Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: (১৩,জুন)  নড়াইলে সনাতন ধর্মের গঙ্গা দেবির পূজা ও পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের চিত্রা নদীর পাড়ে অবস্থিত চরেরঘাট পূঁজা মন্দিরে ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানে এ পূঁজা ও স্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গঙ্গা পূজাঁ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, জৈষ্ঠ্য মাসের শুক্লা পক্ষের দশমীর পূর্ণ তিথিতে সনাতন ধর্মেও নারী-পুরুষ গঙ্গাদেবির পূজাঁ করে পাপ মোচনের আশায় গঙ্গায় স্নান করে। এ জন্য সকাল থেকে নড়াইলের চরেরঘাট ও নড়াইলের আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া নড়াইলের চিত্রা নদীতে সনাতন ধর্মেও নারী–পুরুষদের পাপ মোচনের আশায় স্নান করতে দেখা যায়। নড়াইলের চিত্রা নদীর পাড়ে অবস্থিত চরেরঘাট পূঁজা মন্দিরে ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানে এ পূঁজা ও পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিানকে স্মরণ করে ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, প্রৈার কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলুদাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।