ঢাকাWednesday , 27 December 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঝিকরগাছায় নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ তুহিনের গণসংযোগ 

Link Copied!

এম সাঈদ, যশোর।।
নৌকার বিজয় সুনিশ্চিত করতে যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ঘুরছেন ভোটরাদের দ্বারে দ্বারে। সকাল থেকে দিনভর চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, পাড়া-মহল্লায় গিয়ে ঘরে ঘরে পৌছে দিচ্ছেন শেখ হাসিনার আহবান। এদিকে বুধবার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। যোগ দেন নৌকা প্রতিকের একাধিক নির্বাচনী পথসভায়। এসময় তিনি স্মার্ট বাংলাদেশ ও মডেল উপজেলা গড়তে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন নৌকা মার্কা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের কল্যাণ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিতে হবে। শংকরপুর ইউনিয়নের নৌকা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরিফ বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন সম্পাদক আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, পৌরসভার কাউন্সিলার আকরামুল ইসলাম খোকন ও শংকরপুর ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।