ঢাকাSaturday , 6 April 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর মনোহরদী সেন্ট্রাল (প্রাঃ)হাসপাতালে চিকিৎসকের ভূল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

Link Copied!

নরসিংদী প্রতিনিধিঃনরসিংদীর মনোহরদী সেন্ট্রাল (প্রাঃ)হাসপাতালে ভূল চিকিৎসায় ইবা আক্তার (২৪) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।শুক্রবার(৫এপ্রিল) রাত ২.৫০ মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় ইবার মৃত্যু হয়।ইবা আক্তার মনোহরদী পৌর শহরের চন্দন বাড়ির টেকার বাপের মেয়ে এবং বেলাব উপজেলা কামরাব গ্রামের আশরাফ মিয়ার স্ত্রী।নিহতের বড় ভাই তৌহিদ অভিযোগ করে সাংবাদীকদের বলেন,বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে বাচ্চা প্রসূবের ব্যাথা উঠলে মনোহরদী সেন্ট্রাল(প্রাঃ)নিয়ে আসা হয়।পরে সন্ধ্যা ৬ টার দিকে সরকারি হাসপাতালের চিকিৎসাক মনোহরদী উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরাশেদুল হাসান মাহমুদ ও স্ত্রী সরকারি হাসপাতালের চিকিৎসক নীলা ইসরাক সুলতানা আমার বোনের ভূল সিজার করে।সিজারের পরে বলে রক্ত লাগবে।আমরা রক্ত দেই।আরো ৬ জন লোক রক্তের জন্য রাখি দরকার লাগলে দিব।কিন্তু এই সময় অন্য রোগীর চিকিৎসা করেন।কিছুক্ষন পর আমার বোনের বাচ্চা নিয়ে আসে কিন্তু আমার বোন আসেনা।পরে ডাঃ আমার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বলেন।চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পর চিকিৎসক তাকে আইসিওতে কিছুক্ষন রাখেন।রাখার পর তাহার মৃত্যু হয়।ঢাকার চিকিৎসক বলেন, তাহার ভূল চিকিৎসা করা হয়েছে।এ কারনে সে মারা গেছে।ঘটনার সংবাদ পেয়ে নিহতের স্বজনরা ক্ষোবদ্ধ হয়ে মনোহরদী সেন্ট্রাল (প্রাঃ)হাসপাতাল সংশ্লিষ্টের বিচার দাবী করে শতাদীক লোক বিক্ষোভ করেন।এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন বলে পৌর এলাকাবাসী জানায়।এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন,রোগীর অবস্থা খারাপ ছিল চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।মারা গেলেতু সবাই সন্দেহ করেন ভূল চিকিৎসা।ময়না তদন্ত ছাড়াই ইবা আক্তারের জানাযা নামাজ  স্বামীর নিজ বাড়িতে শুক্রবার বিকেলে সম্পন্ন হয়ছে

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।