ঢাকাFriday , 25 January 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর মনোহরদী শ্বশুরালয়ে সাকিব আল হাসানের আগমন

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম, নরসিংদীঃবাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার শ্বশুর বাড়ীতে আগমনে উচ্ছছিত ছিল নরসিংদীর মনোহরদী উপজেলাবাসী। বৃহস্পতিবার দুপুরে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির সাথে এই ক্রিকেট তারকা তার শ্বশুর বাড়ীতে আসেন।ক্রিকেট জগতের বিশ্বসেরা অলরাউন্ডার জামাই সাকিব আল হাসান এবং শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের আগমনকে ঘিরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে তোরণ ও রঙ-বেরঙের ব্যানার-পোষ্টারে ছেয়ে যায় পুরো এলাকা। মনোহরদীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের সাকিব ভক্তরা সকাল থেকে তাকে এক নজর দেখার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে।দুপুর ১টায় শিল্পমন্ত্রীসহ সাকিব আল হাসান তার শ্বশুরালয় উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর সরদার বাড়ীতে পৌছলে হাজার হাজার ভক্ত-দর্শক তাদের স্বাগত জানায়।পরে সাকিবের শ্বশুরালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জামাইকে বরণ করেন এলাকাবাসী। জামাই বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।জামাই বরণ উপলক্ষে বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান,শিল্পমন্ত্রীর জামাতা ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজা মহিউদ্দিন, সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ উদ্দিন সরদার, উপজেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়,মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন,খিদিরপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জামিল,লয়ন খন্দকার জাহাঙ্গীর কবির, প্রমুখ।উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসান মনোহরদী উপজেলার রামপুর গ্রামের আমেরিকান প্রবাসী মমতাজ উদ্দিনের মেয়ে সরদার উম্মে রুমান আহমেদ শিশিরকে বিয়ে করেন।বিয়ের পর এবারই প্রথম সাকিব আল হাসান তার শ্বশুরালয়ে আগমন করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।