ঢাকাFriday , 7 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩,শিশুসহ আহত ২৫

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদী:নরসিংদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে।এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে কমপহ্মে ২৫ জন।শুক্রবার(৭ডিসেম্বর)বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট- মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শিবপুর উপজেলা ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০),লোকাল বাসের চালক সদর উপজেলার উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫০),শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪৫)।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বি-বাড়িয়া গামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অভার টেকিং করার সময় বিপরীত দিক নিরাপদ পরিবহনের ঢাকাগামী অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীসহ দুই জন নিহত হয়।এসময় আহত হয় অপর ২৫ জন যাত্রী।আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়।দূর্ঘটনার পর পর ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করেন এবং আহতদের চিকিৎসার্থে নরসিংদী জেলা হাসপাতালে পাঠান।নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস কর্মরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহদের উদ্ধার করে জেলা হাসপাতালে প্রেরণ করে।এদিকে মহাসড়কে যান চলাচল সচল রাখতে সড়কের উপর থেকে দূর্ঘটনায় কবলিত বাস দু’টোকে সরিয়ে আনা হয়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।ঘাতক দুটি বাসকে আটক করা হয়েছে।এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।