ঢাকাMonday , 4 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর পৌরসভা হাজার হাজার ট্রাকের উপর জিম্মি

Link Copied!

রাজিব চৌধুরী দুর্গাপুর (প্রতিনিধি)

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় প্রায় দুই বছর যাবত দৈনিক বালু ভর্তি প্রায় হাজার হাজার ট্রাক চলা চল করায় ট্রাকের কাছে পৌরবাসী জিম্মি হয়ে পড়েছেন। ট্রাক ভর্তি বালু বুঝাই করে নিয়ে যাবার সময় বালুর উপর কোন ত্রিপল দিয়ে ডেকে না দেওয়ায় পথযাত্রীদের দূর্ভোগের কোন সীমা নেই। ছোট ছোট সোনমনিদের চোখে বালি পড়ে। তাঁরাও মারাত্বক যন্ত্রনায় ভূগছে। পৌর শহর সদর উৎরাইল বাজার,বিরিশিরি,কাচারী মোড়,পুলিশের মোড়,দুর্গাপুর-নাজিরপুর মোড়,ধানমহাল,সুসং সরকারী কলেজ ও আলিয়া মাদ্রাসা মোড় আএাখালী মোড় সহ ব্যস্থতম তেরী বাজারের ঘনবসতি এলাকায় দৈনিক ঘন্টার পর ঘন্টা শতশত বালু ভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকায় স্কুলগামী শিক্ষার্থী,সাধারণ পথযাত্রীরা মারাত্বক দূভোর্গের শিকার হচ্ছেন। এমনিতেই রাস্তার গলিগুলো ছোট,তাঁরপর দোকানিরা রাস্তার উপর পণ্য সাজিয়ে বসেন। এছাড়াও রয়েছে রিক্সা,অটোরিক্স্রা,লড়ি,সিএনজি,টেলাগাড়ী,ভ্যানগাড়ী। বিভিন্ন মোড়ে মারাত্বক জ্যাম থাকায় যাত্রী সাধারণের চলাচলের কোন সুযোগ নেই।কাচারী মোড়ে সহকারী জজ আদালত,সরকারী হাসপাতাল,বিভিন্ন ক্লিনিক,মাদ্রাসা ও সরকারী উচ্চ বিদ্যালয়, মহিলা কলেজ রোড়ে এবং তেরী বাজার ঘনবসতি মহল্লা দিয়ে শত শত ট্রাক চলাচল করায় এলাকাবাসীদের ঘুম হারাম হয়ে পড়েছে এবং ট্রাকের বিকট আওয়াজে সুস্থ মানুষরা হয়ে পরছেন অসুস্থ। রোগী সহ ছোট ছোট সোনামনিরা ঘুমাতে পারছে না।জীবনের ঝুকি নিয়ে পৌরবাসী রাস্তা চলাচল করতে হচ্ছে। মাঝে মধ্যে মারাত্বক দূর্ঘটনাও ঘটে থাকে। এগুলি দেখার জন্য যেন কেউ নেই। প্রশাসন নির্বিকার। পৌর মেয়র হাজী আব্দুস সালাম সংবাদকে জানান পৌরসভা সংলগ্ন সোমেশ^রীর পাড় ঘেষে বহু সরকারী জায়গা পরিত্যাক্ত রয়েছে। একটি বাইপাস সড়ক নির্মাণ করতে পারলে জনগণের দূর্ভোগ আশা করি কমবে। এব্যাপারে বহুবার প্রশাসনকে অবহিত করার পরেও আজ পর্যন্ত কোন সুরাহা হচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন দুর্গাপুর পৌরবাসী।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।