ঢাকাTuesday , 12 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন ৮৫ বছর বয়সের শিক্ষক -সুরথ চন্দ্র দে।

Link Copied!

রাজীব চৌধুরী দুর্গাপুর প্রতিনিধি :জেলার দুর্গাপুরে শিশুদের মাঝে শিক্ষা আলো

ছড়িয়ে চলেছেন ৮৫ বছর বয়সের জ্যেষ্ঠ
নাগরিক শিক্ষক সুরথ চন্দ্র দে।
তিনি দুর্গাপুর পৌরশহরের ১ নং ওয়ার্ডের সাধুপাড়া
গ্রামের বাসিন্দা । বয়সের ভারে ন্যূয়ে পড়া শিক্ষক
চশমা ছাড়াই চালিয়ে যাচ্ছেন শিশুদের পড়ানো
থেকে সকল দৈনন্দিন কাজ। স্ত্রী ৪ ছেলে ও ৩
মেয়ে নিয়ে তার সংসার। ছেলে মেয়েদের
বিয়েও দিয়েছেন তিনি। তারা তাদের মত জীবন
যাপন করছেন। সুবোধ স্যার বলেন, আমার বাবা
প্রয়াত বিধু ভূষন দে শিক্ষক ছিলেন। তাকে অনুসরণ
করেই তার শিক্ষকতা। তিনি এম,কে,সি,এম পাইলট উচ্চ
বিদ্যালয়ের ছাত্র ৭ম শ্রেনী পর্যন্ত পড়াশুনার
সুযোগ পেয়েছিলেন ১৯৫০ সনে ভারত
উপমহাদেশের অসমে চলে যাওয়ায় আর লেখাপড়া
হয় নি।
তিনি ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র/ছাত্রী পড়ান।
এখনও তার বেশকিছু ছাত্র/ছাত্রী রয়েছে ।
অভিবাভকরা ২শত এবং ৩শত টাকা করে মাসিক বেতন
দেন । তার নিজের দিক থেকে কোন চাহিদা নেই।
হত দরিদ্র শিশুদের তিনি বিনা বেতনেও পড়ান। সকাল
থেকে সন্ধ্যা পর্যন্ত এপাড়া থেকে ও পাড়া ছাত্র
পড়িয়েই চলছে সুবোধ স্যারের জীবন। তিনি
আনন্দিত ,তিনি বলেন আমি স্ত্রী ,সন্তানদের নিয়ে
এভাবেই চালিয়ে দিয়েছি আমার জীবন। এ পেশা
আমার ভাল লাগে তাই আমি আমার মত চলে যাচ্ছি।
আমার হাতে এ পর্যন্ত ৫শতাধিক ছাত্র/ছাত্রীকে
হাতে খড়ি দিয়ে শিক্ষার বর্নমালার আলো জালিয়ে
দিয়েছি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।