ঢাকাThursday , 27 May 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ২ লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

Link Copied!

পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধিঃ 
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকা থেকে ২ লাখ টাকার জাল নোটসহ এ চক্রের ৪ সদস্যকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সদস্যরা।
 আজ বৃহষ্পতিবার ভোর রাতে ওই এলাকার সামনে রাস্তা থেকে ওই জাল নোটগুলিসহ তাদের আটক করা হয়েছে।  
আটককৃতরা হলেন, নাটোরের সিংড়া উপজেলার তালহারা গ্রামের মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬), নজরুল ইসলাম প্রামানিকের ছেলে আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), গোদন কুড়ি গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধ (৩৪) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)। 
র‌্যাব-০৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, পুনট হিমাগার এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখান থেকে জালনোট চক্রের ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২ লাখ টাকার জাল নোট ও  জাল টাকা বিক্রয়লব্দ নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।  
পরে আটকৃতদের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করাসহ তাদের সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব কমান্ডার। 

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।