ঢাকাFriday , 17 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে প্রথম ২ করোনা রোগী সনাক্ত, জেলা লকডাউন ঘোষনা

Link Copied!

পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি-
১৭ এপ্রিল/২০
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে জয়পুরহাটের ২৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের নমুনা নেগেটিভ হলেও ২ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত দশটা থেকে জেলায় লকডাউন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে এই দুইজনের রিপোর্ট করোনা সনাক্তের কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা।
করোনা সনাক্ত দুইজন হলেন কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, আক্রান্তরা নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।
করোনা সনাক্ত হওয়ার পর থেকেই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রন্তদেরসহ তাদের পরিবারকে আক্কেলপুরের হেল্থ ইন্সটিটিউট আইসোলেশন সেন্টারে পাঠানো হয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।