ঢাকাSunday , 7 April 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে আওয়ামীলীগের দুই চেয়ারম্যানসহ ৪৭ জন জেল-হাজতে

Link Copied!

পুলক সরকার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজার এলাকায় আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হওয়ার ঘটনায় দুুই চেয়ারম্যানসহ এ মামলার ৪৭ জন আসামীকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক ইকবাল বাহার এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ কালাই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের বিরোধ চরমে ওঠে। এক পক্ষে ছিলেন কালাই উপজেলার টানা তৃতীয় বারের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন গ্রুপের কর্মী-সমর্থকরা এবং অপর পক্ষে  ছিলেন মাত্রাই ইউপি চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার লজিক ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা ভাইয়ের কমী-সমথর্করা। উপজেলা নির্বাচনের বিরোধের জের ধরে গত ১৬ মার্চ শনিবার রাতে এ সংঘর্ষের ঘটনায় কালাই উপজেলার পুনট মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আফতাব হোসেন ও পুনট বাজার এলাকার মাহিশ্ম পাড়া গ্রামের চারু মহন্তের ছেলে রতন কুমার মহন্ত নিহত হন।
এ ব্যাপারে আফতাবের ছেলে পর দিন বাদী হয়ে কালাই থানায় মামলা করলে দীর্ঘ দিন পলাতক থাকার পর রোববার দুপুরে আদালতে আত্মসর্মপন করেন ৪৭ জন আসামী। আইনজীবির মাধ্যমে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর করে জেল-হাজাতে প্রেরনের নির্দেশ দেন ওই আদালতের বিচারক। জয়পুরহাট জেলা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।