ঢাকাTuesday , 2 July 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জবি’কে ব্র‍্যান্ড হিসেবে গড়ে তোলার ৬দফা পেশ করলো শিক্ষার্থীরা!

Link Copied!

ফয়সাল আরেফিন, জবি প্রতিনিধি:
৬ দফা দাবি নিয়ে জবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্ধ। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
সোমবার ( ১ জুলাই) বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা দাবি না মানলে শীঘ্রই আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি না মানলে আন্দোলন তীব্র আকার ধারণ করতে পারে বলেও জানান তারা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমিয়ে মান উন্নয়ন, বাসের ডাবল শিফট চালু, সাত দিনে জকসু আইনের খসড়া করে চার মাসে জকসু নির্বাচন, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালু, ৭০% শিক্ষক জবি শিক্ষার্থীদের থেকে নেয়া, দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ শুরু করা ।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের শহীদ মিনার থেকে কলা ভবন, বিজ্ঞান অনুষদ চত্বর, শান্ত চত্বর হয়ে ক্যাম্পাসের মূল গেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের কাছে সারক লিপি প্রদান করে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।