ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ভূমি বণ্ঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Link Copied!

 

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি বন্ঠনে সিভিল কোর্ট কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভূমি মালিক দাবিদার জইন উদ্দিন। গতকাল বুধবার সকালে সুনামগঞ্জ শহরের পৌর বিপনীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় হবিবনগর এলাকার ঘুষগাঁও মৌজাস্থিত জে,এ.এল নং-১৭১, খতিয়ান নং ১১৬ ও ৩৩৫, এস এ ৫১ দাগের ৫২ শতক বোরো জমির মধ্যে আমি খরিদা সুত্রে ২৬ শতক ভূমির মালিক বটে। এই ২৬ শতক ভূমি বাটোয়ারা নিয়ে ইকছড় গ্রামের হাজী মতচ্ছির আলী ওরফে শেরআলীর সাথে আমার বিরোধ চলে আসছে। এ বিরোধের প্রেক্ষিতে শেরআলী আদালতে একটি বন্ঠন মামলা দায়ের করেন। যুগ্ম জেলা জজ ২য় আদালত সুনামগঞ্জ, বিচার বিশ্লেষন করে ২৬ শতক করে ভূমি উভয় পক্ষের মধ্যে নিজেরা মিলে ৩০ দিনের মধ্যে বন্ঠন করে দেয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক বাদীপক্ষ আমাকে না জানিয়ে গত ২৫ মার্চ সিভিল জজ কোর্ট কমিশনার রফিকুল ইসলামকে দিয়ে ভূমির মাপজোঁক শুরু করেন। এ সময় থানা পুলিশও উপস্থিত ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থল গিয়ে ভুল মাপজোঁকের প্রতিবাদ করলে পুলিশ আমাকে গ্রেফতারের হুমকি দিয়ে চুপ থাকতে বলেন। পরে ইচ্ছেমতো বন্ঠন শেষে সাহেবজাদা সাইয়্যেদ ওয়াহিদ আলীর নির্মাণ করা পাক-পাঞ্জাতনের একটি আসন তাদের জায়গার উপর পড়েছে দাবি করে হাতুড়ি ও শাবল দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং আমার বসতভিটা ও তার জায়গায় পড়েছে বলে জানিয়ে দেয়া হয়। এভাবে আমার বৈধ ৩ শতক বসত ভিটা ভূমি দখল নেয়ার চেষ্টা প্রায় শেষ পর্যায়ে। সিভিল কোর্ট কমিশনার মাপঝোঁকে পক্ষপাতিত্ব করেছেন আমি দাবি করছি। আমার দাবি, নিরপেক্ষভাবে ভূমির মাপঝোঁক পূণরায় দেয়া হোক।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।