ঢাকাWednesday , 26 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নৌকার পক্ষে ভোট চাইলেন চলচ্চিত্র তারকা ডিপজল

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের ৩টি আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজল।

গোপালগঞ্জে নৌকার পক্ষে ভোট চাইলেন চলচ্চিত্র তারকা ডিপজল

গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া)-এর প্রার্থী প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসন (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার একাংশ)-এর প্রার্থী আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ)-এর প্রার্থী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি-এর জন্য নৌকায় ভোট চাইলেন তিনি।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনা ও শেখ সেলিমের পক্ষে গণসংযোগ শেষে বিকেলে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেন মনোয়ার হোসেন ডিপজল।
কুশলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ তাঁতীলীগের সভাপতি (একাংশ) শেখ কামরুল ইসলাম (বিটু), গোপালগঞ্জ জেলা আওয়ামলীগ এর প্রচার সম্পাদক এম. বদরুল আলম (বদর), কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ.এম. ওহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস.এম. হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, সাবেক ভাইস-চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, আওয়ামীলীগ নেতা মনির চৌধুরী, শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা তাইজুল ইসলাম, চিত্র নায়িকা আঁচল সহ আরো অনেকে বক্তব্য রাখেন। মনোয়ার হোসেন ডিপজল বলেন, গোপালগঞ্জ-৩ আসন থেকে আপনারা শতভাগ ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনা আবারো দেশের প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে। দেশের সব মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই আমাদের সকলের নৌকায় ভোট দেওয়া উচিত।
এ সময়ে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ রকিব হোসেন, চিত্র তারকা আফজাল শরীফ ও ববি, বাংলাদেশ তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, মুখপাত্র মোঃ জালাল উদ্দিন (রানা), ঢাকা মহানগর (উত্তর)-এর সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক (উত্তর) মোঃ ইসমাইল হোসেন (ফয়সাল), মোঃ মামুন হোসেন প্রমূখ।
এরপর সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কবিরুল ইসলামের সভাপতিত্বে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা ও প্রচার প্রচারণায় তাঁরা অংশ গ্রহণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক উপাচার্য প্রফেসর ড. এস.এম. নজরুল ইসলাম, ৭নং হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলাম, হিরন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস শেখ, হিরন ইউনিয়ন নির্বাচন সমম্বয়কারী নূর আলম হাজরা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী গোলাম হায়দার, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ সংসদের সাবেক এজিএস মিকাইল হোসেন টুটুল প্রমূখ। পরে রাতে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ অন্যান্য চলচ্চিত্র তারকাবৃন্দ টুঙ্গিপাড়ায় ফারইস্ট বিশ্ববিদ্যালয়ের স্বত্তাধিকারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন, ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও দৈনিক গোপালগঞ্জ বার্তার প্রকাশক ও সম্পাদক শেখ নাদির হোসেন লিপু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।