ঢাকাMonday , 21 February 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের পাটকেলবাড়িতে দুদিনব্যাপি সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত

Link Copied!

 

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জ সদর উপজেলার পাটকেলবাড়ি সার্বজনিন কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী কবিগান।

সোমবার (২১ ফেব্রুয়ারী ) সন্ধা থেকে দুইদিন ব্যাপী এ কবিগান অনুষ্ঠান শুরু হয়। বুধবার অরুনদয় শেষ হবে এ কবি গান।

ঘোষালকান্দি থেকে কবিগান শুনতে আসা ডাক্তার সৌমেন সরকার ও চয়ন ঘোষ বলেন, আমরা বাল্যকাল থেকে প্রতি বছর পাটকেলবাড়ি সার্বজনিন কালি মন্দিরের পূজা ও সনাতন ধর্মীয় কবিগান শুনতে আসি। এ কালি মন্দিরটি একটি জাগ্রত দেবী মন্দির। এখানে পূজায় এসে কেউ মানত করলে তার মনস্কামনা পূর্ণ হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুধাকর হালদার বলেন, প্রায় ২শত বছর ধরে আমাদের পাটকেলবাড়ি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শনিবার পূজা অনুষ্ঠিত হয়। পূজার পর দুইদিন ব্যাপী এক সনাতন ধর্মীয় কবিগান অনুষ্ঠিত হয়ে আচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।