ঢাকাFriday , 1 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে প্রশ্নফাস চক্রের সক্রিয় দুই সদস্য আটক

Link Copied!

আব্দুর রউফ রুবেল ,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় যোগীরসিট এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১।বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে শ্রীপুর উপজেলার যোগীরসিট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, যোগীরসিট গ্রামের মো. আবুল হাসেমের ছেলে মো. রফিকুল ইসলাম (২৫)ও একই এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আকরাম হোসেন (২১)।লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, যোগীরসিট এলাকায় প্রশ্ন ফাঁসকারী চক্রের সদস্য অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়।এ সময় বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সহ ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য রফিকুল ও আকরামকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।মোবাইলে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া যায়।আটক রফিকুল গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। পাশাপাশি তার নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা এবং শিক্ষকতা করে আসছিলেন। তিনি ২০১৭ সালে বিভিন্ন ফেসবুক আইডি খুলে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করেন।পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ৮-১০টি পরীক্ষার প্রশ্ন বিতরণ করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা আয় করেন তিনি। এদিকে, আকরাম ২০১৮ খ্রিস্টাব্দে এসএসসি পাস করে ওই বছর রফিকুলের ফেসবুক আইডি থেকে অনলাইনে প্রশ্নফাঁসের কাজে যুক্ত হন। পরে এসএসসি পরীক্ষায় তিনি ১০টি পরীক্ষার প্রশ্নের পোস্ট দেন এবং শিক্ষার্থীদের কাছে প্রশ্ন অনলাইনে বিতরণ করে বিকাশের মাধ্যমে টাকা আয় করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।