ঢাকাTuesday , 3 July 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনের প্রতিবাদ সভায় জাবি শিক্ষকসহ আটক ২

Link Copied!

এনবিনিউজ একাত্তর: সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ও নির্যাতনের বিরুদ্ধে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’র প্রতিবাদ সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
প্রতিবাদ সভা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রেহনুমা আহমেদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহকে আটক করেছে পুলিশ।
পুলিশ সদস্যরা কর্মসূচিতে সংহতি জানাতে আসা অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের লাঞ্ছনা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের নেতারা।

আজ মঙ্গলবার (০৩ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ।

এ সময় ছাত্র-শিক্ষক, অবিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতাদের মানববন্ধনে দাঁড়াতে চাইলে ‍পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়। ব্যানার নিয়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে বাকি বিল্লাহকে আটক করে পুলিশ।

তাকে ছাড়াতে জাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেহনুমা আহমেদ স্বেচ্ছায় পুলিশ ভ্যানে উঠে পড়েন। তিনি বলেন, আমার ছাত্রকে ধরে নিয়ে গেলে আমিও যাবো। আমার ছাত্রকে আমি একা ছেড়ে দিতে পারি না!

 

সূত্র: বাংলানিউজ

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।