ঢাকাFriday , 24 December 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে তুলার গোডাউনে আগুন

Link Copied!

এস এম নাজমুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বরাব বেগমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রচেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা বরাব এলাকার বেগমপুরে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীর তুলার কারখানায় শুক্রবার আড়াইটার সময় আগুন লাগে। পরে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায়। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় কারখানার কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ফোন কল করেন। ওই ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুই ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসলে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা) কারখানার আগুন নিয়ন্ত্রণে এনে ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সাইফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট আমাদের চারটি ইউনিট কাজ করছে। তিনি বলেন, আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।