ঢাকাSunday , 31 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্পিডব্রেকার চেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মানববন্ধন।।

Link Copied!

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি,,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের অন্তর্গত ঠাকুর বাজার, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেছে। উক্ত স্কুলের শিক্ষার্থীদের অবিভাবকরা এ মানববন্ধনের আয়োজন করে। ৩১ মার্চ রোজ রবিবার দুপুর সাড়ে বারোটায় স্কুলের প্রধান ফটকের সামনে ব্যস্ততম কমলগঞ্জ মৌলভীবাজার জেলা সড়কের দু’পাশে ঘন্টাখানেক দাঁড়িয়ে এই ক্ষুদে শিক্ষার্থীরা তাদের হাতের বিভিন্ন লেখা  প্লে কার্ড প্রদর্শন করে। খুদে এই শিক্ষার্থীদের দাবি উক্ত বিদ্যালয়ের সামনে রাস্তায় কম হলেও দুটি স্পিড ব্রেকার স্থাপন করা। অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও আজও এখানে কোন স্পিড ব্রেকার বা গাড়ির গতি প্রতিরোধক সাইনবোর্ড স্থাপন করা হয়নি। বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে উক্ত স্থানে রাস্তায় গতি প্রতিরোধক সাইনবোর্ড ও স্পিড ব্রেকার, নির্মাণের জন্য, কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। শিক্ষার্থীদের সাথে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশ নেন, এ সময় বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি স্থানীয় মেম্বার নুরুজ্জামান নুরুজ, মোঃ শফিক মিয়া, ঠাকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক মিয়া, কলেজ শিক্ষার্থী আরিয়ান সাগর প্রমুখ। মানববন্ধনকালে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।