ঢাকাThursday , 18 January 2024
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে 

Link Copied!

মোঃ মালিক মিয়া,কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানাগেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর আব্দুল্লাহ আল মামুন (৮)  এর  মৃত্যু হয়েছে। পরে তাকে বুধবার বিকাল ৪টায় তার পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরের দিন বুধবার (১৭ জানুয়ারী) আব্দুল্লাহ আল মামুন এর মাগফিরাত কামনা করে দুপুর ১.৪৫ মিনিটে  তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা  এক মিনিট দাঁড়িয়ে  নিরবতা পালন করেন। এসময় তারা তার  শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান। নিহতের পরিবার সুত্রে জানা যায়।  ওই দিন স্কুল থেকে বাড়িতে যায় আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে খেলতে বের হয় । বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না আসায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। খুঁজতে খুঁজতে না পেয়ে এক পর্যায়ে বাড়ি থেকে কিছু  দূরে একটি গর্তের পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে স্থানীয় ডাক্তার দেখাতে গেলে ডাক্তার তাকে  মৃত ঘোষণা করেন। তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন বলেন , আমার স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থী  এক মিনিটের জন্য নিরবতা পালন করি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।