ঢাকাTuesday , 23 April 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে এক পরিবারে দুই বিরল রোগী অসহায়  পরিবারের পাশে বিত্তবানরা এগিয়ে আসুন।। 

Link Copied!

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি,,
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল উত্তর তিলকপুর গ্রাম। গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান মাওলানা ফখরুল ইসলাম আফরোজ। আফরোজে’র ৪  সন্তানের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় সিরাজুস সালেকিন (১৯) এবং মেয়ে আবেদা আক্তার রিমা (১৪) জন্মের তিন বছর পর থেকেই এরা দুজন অজানা এক বিরল রোগে আক্রান্ত হয়। প্রথমে শরীলে ছোট ছোট কালো কালো দাগ দিয়ে শুরু হয় এই রোগের। প্রথমে অজ্ঞতার কারণে গ্রাম্য কবিরাজ এবং  পরে ঢাকা শহরের  মেডিসিন বিভাগের বিভিন্ন ডাক্তার দেরকে দেখানোর পরে সিলেট প্লাস্টিক সার্জারী বিভাগের ডাক্তার মো.হাসিব রহমান এবং এই  রোগ নির্ণয় কারী এই বিভাগের বেশ কয়েকজন ডাক্তার কে দেখিয়েছেন বাবা ফখরুল ইসলাম (আফরোজ)। তবে তাদের ঔষধ ও পরামর্শ মতে চললেও রোগ কমেনি বরং বেড়ে এখন ছেলে সিরাজুস সালেকিনের মুখের বেশ অংশজুড়ে পচন শুরু হয়েছে, মা শিরি বেগম বলেন, রোগাক্রান্ত সিরাজুস ছালেকিন এখন নরম জাতীয়  খাবার ছাড়া অন্য কোন ধরনের খাবার  গ্রহণ করতে পারছে না। প্রায় ঘরে বন্দি অবস্থায় এই দুই বিরল রোগী ভাই বোন অসহ্য যন্ত্রণা পোহাতে হচ্ছে দিনের পর দিন। দিনের বেলায় ঘরের বাহিরে না যেতে ডাক্তারি পরামর্শ তাকায় ঘরের  বাইরেও যেতে পারছে না এরা দুই ভাই বোন। তার পরেও রিমার রোগটি ক্রমাগত বেড়েই চলেছে দিনের পর দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা ফখরুল ইসলাম আফরোজ নুন আনতে পান্তা ফুরায় পাশা পাশি পরিবারের অন্য সদস্যদের লেখাপড়ার খরচ সহ পরিবারের ভরণপোষণ করতেই হিমশিম খাচ্ছেন। প্রতি সপ্তাহে ছেলে ও মেয়ের কত টাকার ঔষধ লাগে এমন প্রশ্নের জবাবে রোগীগনের বাবা ফখরুল ইসলাম  (আফরোজ) কান্না জড়িত কন্ঠে বলেন, এই দুইজনের  ডাক্তারি ফ্রী ছাড়াও শুধু ওষদের জন্য প্রতি সপ্তাহে  তিন হাজার টাকার প্রয়োজন হয়। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে সিলেট প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তার হাসিব রহমান বলেন, এই ধরনের রোগীদের চিকিৎসা হয়তো ইউরোপ আমেরিকার মতো দেশে থাকতে পারে তবে বর্তমানে ব্যাথা নাশক ঔষধ এবং পরামর্শ দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য রুপেন সিংহ বলেন, তাদেরকে মানবিক সাহায্যের আবেদনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। বাবা ফখরুল ইসলাম আফরোজ ছেলের ও মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চেয়েছেন। বাবা ফখরুল ইসলাম আফরোজ আরো বলেন ইতিমধ্যে সরকারের কাছে সাহায্য চেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করা হয়েছে।অসহায় পরিবারের সাথে যোগাযোগের জন্য  মোবাইন নং ০১৭৩১৩৮১৩৬৫

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।