ঢাকাMonday , 30 August 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ওয়ারেন্টভুক্ত আসামী কুড়িগ্রামে গ্রেপ্তার ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী ২৭ বছর পর ভূরুঙ্গামারীতে গ্রেপ্তার

Link Copied!

রুহুল আমিন রুকু স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ১৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে দীর্ঘ ২৭ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম কাজী আজানুল হক (৬৫)।তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশ রবিবার ভোররাতে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের পিছন থেকে গ্রেপ্তার করে। সাজা এড়াতে সে দীর্ঘ ২৭ বছর ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরীয়ার এ তথ্য নিশ্চিত করেন।ধৃত আজানুল হক কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মৃত: কাজী আনোয়ারুল হকের ছেলে। তার বিরুদ্ধে খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালিন সরকারি সম্পদ (গম) আত্মসাতের মামলা ছিল। পুলিশ জানায়,আসামী কাজী আজানুল হক ঠাকুরগা জেলার বালিয়াডাঙ্গি থানার লাহিড়িহাট খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) হিসেবে দায়িত্ব পালককালিন সময়ে সরকারি সম্পত্তি (গম) আত্মসাতের অভিযোগে বালিয়াডাঙ্গি থানায় একটি মামলা হয়।এতে তার ঠাকুরগাঁ ট্রাইবুনালে ১৬ বছরের সাজা হয়। মামলা চলাকালিন সময় থেকে সে বিভিন্ন জায়গায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিল। দীর্ঘ ২৭ বছর ধরে সে আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে পলাতক ছিল। আজানুল হককে ধরতে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা করছিল। তারই ফল স্বরুপ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নির্দেশনায় ও কুড়িগ্রাম সদর সার্কেলের এএসপি উৎপল কুমার রায়’র নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মুর্তজা, এসআই কাইয়ুম, এসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ কাজী আজানুল হককে ভূরুঙ্গামারী উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।এরপর রবিবার তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।