ঢাকাTuesday , 17 July 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ওমান থেকে গ্রীস যাওয়ার পথে নবীগঞ্জের যুবক নিখোঁজ

Link Copied!

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত আবুল কালাম এর পুত্র নিজামুল ইসলাম (২৫) দালালের মাধ্যমে স্বপ্নের দেশ গ্রীস যাওয়ার উদ্দেশ্যে ইরান যাওয়ার পথে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের লোকজন তার কোন হদিস না পাওয়ায় হতাশায় ভুগছেন। পাশাপাশি বাড়ীতে চলছে কান্নার মাতম। জানা যায়, গত প্রায় দুই বছর পূর্বে নিজামুল ইসলাম দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাতে ওমানে পাড়ি জমায়। সম্প্রতি ওমানে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সে দেশে অবৈধ হয়ে যান। এরই মধ্য তার পরিচয় হয় ইরান ফেরত দালাল নবীগঞ্জের এক দালাল দেলোয়ারের সাথে। দালাল জানায় ওমানে তার লোক আছে। ওমান থেকে গ্রীস যেথে চাইলে প্রথমে ইরান আসতে হবে। আর ইরান থেকে তাকে গ্রীসে পাঠাবে। দালালের কথানুযায়ী নিজামুল ওমান দালালের সাথে কথা বলে ২ লক্ষ টাকায় বিষয়টি চুরান্ত করে। নিজামুলের বড় ভাই নাজমুল জানায়, তিনি দালালকে অগ্রিম দেড় লক্ষ টাকা দেন। বাকী টাকা পরে দেবার কথা। গত এক সপ্তাহ আগে দালালের কথামত ওমানে অবস্থানরত দালালরা বাইরোডে নিজামুলকে ওমান থেকে ইরান পাঠায়। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে। নিজামুলের বড় ভাই নাজমুল খোঁজ নিয়ে দেখেন সে এখনো ইরান পৌছেনি। দালালের সাথে যোগাযোগ করলে সে জানায়, সে খবর নিয়েছে। দুর্ভাগ্যবশতঃ সে পুলিশের হাতে ধরা পড়ে ডুবাই জেল হাজতে রয়েছে। আবার বলছে ইরান জেলে আছে। ফলে উৎকন্ঠায় আছেন নিজামুলের পরিবারের লোকজন। সে জীবিত না মৃত বা কোথায় কিভাবে আছে তাও তারা জানতে পারছেন না। নিজামুলের বড় ভাই নাজমুল জানান, আমার ভাই কোথায় আছে সে খবরটি জানতে দালাল দেলোয়ারের সাথে বারবার যোগাযোগ করছি। কিন্ত সে সঠিক কিছু বলছেনা। একেক সময় একেক কথা বলছে। এ ব্যাপারে তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।