ঢাকাFriday , 14 July 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ১.৫ লক্ষ টাকার কারেন্ট জালের বস্তা জব্দ।

Link Copied!

বরগুনা জেলা প্রতিনিধি:-

বরগুনা জেলার আমতলী উপজেলার গুলীশাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসীন্দা অবৈধ কারেন্ট জালের কারিগর  কালাম প্যাদা পিতা- হাসেম প্যাদা

সে একজন অবৈধ কারেন্ট জাল তৈরিকারক এবং বিক্রেতা। বিগত ২৬ শে সেপ্টেম্বর ২০২২ তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও কারেন্ট জল তৈরির উপকরণ  জব্দ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ।গোপন তথ্য শুত্রে জানতে পারে আজ সন্ধায়  একটি মাহিন্দ্রা যোগে দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল  আমতলী নিয়ে আসতেছে কালাম এ  কালাম মৎস্য কর্মকর্তা ও তার টিমের উপস্থিতি টের পেয়ে একে স্কুল মাহেন্দ্র থেকে কারেন্ট জালের বস্তা রেখে দৌরে পালায়।তখন মাহেন্দ্র ড্রাইভারের জবানবন্দি ও মুছলেকা নিয়ে   জাল  জব্দ করেন ও আগুনে পুরিয়ে বিনষ্ট করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব হালিমা সরদার  এবং তিনি আরো বলেন এ ধরনের অবৈধ জাল তৈরি বিক্রি ও সংরক্ষণ করবেন তাদের কে অভিযানের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।