ঢাকাMonday , 18 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেবে রাবির মনোবিজ্ঞান বিভাগ, অবস্থান কর্মসূচি স্থগিত

Link Copied!

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত পরিক্ষা পুনরায় নেওয়ার আশ^াস দিয়েছে বিভাগ কর্তৃপক্ষ। সোমবার বিকেল ৪টায় বিভাগের সভাপতি অধ্যাপক এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষকদের আশ^াসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে নেয়।

মনোবিজ্ঞান বিভাগের সভাপতি বলেন, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে বিভাগের একাডেমিক কাউন্সিলের ১৫ জন শিক্ষকের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়টি বিবেচনা করা হয়েছে। পুনরায় পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপচার্য বরাবর একটি আবেদন পত্র দিয়েছি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষকদের আশ^াসে আমাদের আন্দোলন স্থগিত করেছি। শিক্ষকরা আমাদের পুনরায় পরীক্ষা নেওয়ার আশ^াস দিয়েছে।

এর আগে শিক্ষার্থীরা সোমবার সকালে তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

গত ১৪ মার্চ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কানিজ ফাতেমার বাবা মারা যান। ফাতেমার মানবিক দিক বিবেচনায় শনিবার ১৬ মার্চ পূর্বনির্ধারিত ৫০২ নং কোর্সের পরীক্ষা না নেয়ার জন্য পরীক্ষা কমিটির সভাপতি ড. সাবিনা সুলতানাকে মৌখিকভাবে অনুরোধ জানায় সহপাঠীরা। কিন্তু শিক্ষার্থীদের অনুরোধে কর্ণপাত না করে ৫৩ শিক্ষার্থীকে রেখেই শনিবার পরীক্ষার আয়োজন করে বিভাগ কর্তৃপক্ষ। এ ঘটনায় পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ছাত্র উপদেষ্টার হস্তক্ষেপে শনিবার রাতে আন্দোলন বন্ধ করেন তারা। কিন্তু তাদের দাবির বিষয়ে কোন ইতিবাচক সাড়া না মিললে তারা আবার পরের দিন রোববার ১৭ মার্চ সকালে পুনরায় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। তারপর আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের সভাপতি ও পরিক্ষা কমিটির সভাপতি বরাবর স্মারক লিপি দেওয়ার মাধ্যমে গতকালের কর্মসূচি শেষ করে।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিভাগের শিক্ষকরা যে সিন্ধান্ত নিবে সেটার বাইরে যাওয়ার কোন প্রশ্নই আসে না। বিভাগের শিক্ষকদের পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য বলা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।