ঢাকাSaturday , 11 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

অত্যাধুনিক কালের প্রেমের খুটিনাটি জানতে যে উপন্যাস পড়ার আমন্ত্রণ জানিয়েছেন লেখক ও প্রকাশক।

Link Copied!

ওমায়ের আহমেদ শাওন -এর রচিত সময়োপযোগী যুগের গল্প নিয়ে প্রেমের কৌশল সংযোজিত উপন্যাস “আঁধার পরস্পর”।
আসছে বাংলা একাডেমী আয়োজিত একুশে বইমেলায় “সাহিত্যদেশ” প্রকাশনীর মাধ্যমে। বইটি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রকাশক শফিক সাইফুল বলেন, “আঁধার পরস্পর” উপন্যাসটি ২০২০ বইমেলায় প্রথম প্রকাশিত হচ্ছে। বইটি মনযোগের সাথে পুরো পড়েছি। সরলবাক্যে যে অসম্ভব রকমের গভীরতা ও বাস্তবতা ফুটে ওঠে এবং প্রতি অনুচ্ছেদে রোমাঞ্চকর কমেডির সন্নিবেশে গল্প সৃষ্টির চেষ্টার প্রয়াসঃ যার নান্দনিকতা উপলব্ধি করা যায়; উপন্যাসটির লেখক চমৎকার ভাবে তা উপস্থাপন করেছেন।
অভিনব কৌশল ব্যবহার করে প্রেমের জন্য উপন্যাসটিকে করেছেন মাধুর্যপূর্ণ। আগামী বইমেলার সকল বইয়ের প্রতিযোগীতাকে পেছনে ফেলে “আঁধার পরস্পর” উপন্যাসটি জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে আশা করছি।
অত্র গ্রন্থটি প্রসঙ্গে উপন্যাসের লেখক বলেন, বইটির চাতুর্য ও যথার্থতা কী তা জানতে বইটির যেকোন অংশ পড়লেই প্রতীয়মান হবে।
এ ব্যাপারে উপন্যাসের সংশ্লিষ্ট সকলে দেশ-বিদেশের সুবোধ ও শুদ্ধ পাঠকদের বইটি পড়ার জন্য অনুরোধ করেছেন। আগামী ২০২০ বইমেলায় “সাহিত্যদেশ” প্রকাশনার ষ্টল থেকে উক্ত বইটি সংগ্রহ করা যাবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।