ঢাকাWednesday , 16 June 2021

Warning: mysqli_query(): (HY000/1021): Disk full (/tmp/#sql-temptable-14f576-154140-3f0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") in /home2/nbnews71/public_html/wp-includes/class-wpdb.php on line 2187
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২০০ হাঁস নিষ্ঠুরতার শিকার!!

Link Copied!

উজ্জ্বল রায়,  জেলা প্রতিনিধি নড়াইল থেকে : চোখের সামনেই দাপাতে দাপাতে নির্মম ভাবে মারা গেলো ২০০ হাঁস। মারা গেলো একটি স্বপ্ন ছিড়ে গেলো অজস্র সপ্নজাল। সসম্প্রতি নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ০৯ নং বাঐসোনা ইউনিয়নের, নলামারা গ্রামের মোঃ আব্দুল হান্নান মোল্যার পূএ তরুন উদ্যোক্তা মোঃ রায়হানের সপ্ন ভঙ্গের এক নির্মম ঘটনা ঘটে গেল। অন্যের কাছ থেকে ধার দেনা করে ৪০০ হাস কিনে শুরু করে তার সপ্নের যাএা। বাচ্চা আনার ঠিক পরের দিনেই মরতে শুরে বাচ্চা। হতাশ হয়ে সপ্নবাজ তরুন রায়হান ছুটতে থাকে কালিয়া উপজেলা পশু হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকের পরামর্শনুযায়ী চিকিৎসায় ও যাএায় বেঁচে যায় ২০০ হাঁস। বেঁচে যাওয়া হাঁসকে কেন্দ্র করেই সপ্ন বুনতে থাকে তরুন উদ্যোক্তা সপ্নবাজ রায়হান। কিন্তু সে সপ্ন আর পূরন হলোনা তার। গত ১৪ জুন, সোমবারে পূর্বের ন্যায় হাসঁ বাড়ির পাশে ডাকাতিয়ার বিলে খেতে যায়। ঐ বিলে অবৈধ উপায়ে পাখি ধরার নিমিওে বাঐসোনা গ্রামের কতিপয় দুর্বৃত্ত ধানের সঙ্গে বিষ মাখিয়ে জমিতে ছিটিয়ে রাখে।সেই বিষ মাখা ধান খেয়ে মারা যায় সপ্নবাজ তরুন উদ্যেক্তা রায়হানের ২০০ টি হাঁস। আহাজারি আর কান্নার রোলে পিনপতন নিরবতা এবং শোকের মাতাম বয়ে চলছে এক মাএ নতুন উদ্যোক্তা রায়হানের পরিবারে। এই নির্মমতার সঠিক বিচার না হলে ভেঙ্গে যাবে এরকম হাজারও রায়হানের স্বপ্ন। তাই প্রশাসনের নিকট এলাকাবাসি অভিযুক্ত ব্যাক্তিকে দ্রূত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।