ঢাকাMonday , 2 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

আজকের জোকস : ওষুধের দোকানের সামনে যুবতি

Link Copied!

মুহাম্মদ নোমান ছিদ্দীকী:ওষুধের দোকানের সামনে যুবতি

এক অসাধারণ সুন্দরী যুবতি একটি ওষুধের দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। দোকানের মালিক তার দিকে তাকিয়ে ভাবলো, সে হয়তো গোপন কিছু কিনতে এসেছে। কারো সামনে বলতে বোধহয় লজ্জা পাচ্ছে। তাই দোকানের ভিড়টা তাড়াতাড়ি কমানোর চেষ্টা করলো।

অনেকক্ষণ দাঁড়ানোর পর দোকানটা একটু ফাঁকা হলো। কোন গ্রাহকই ছিলো না। মেয়েটি দোকানে ঢুকে মালিককে একটু ডাকলো। একেবারে মৃদু সুরে সলজ্জ ভঙ্গীতে একটি কাগজ এগিয়ে দিয়ে ফিসফিস করে বললো-

মেয়ে : কাকু, আমার না… আমার না… কী করে যে বলি…

দোকানদার : সংকোচ করো না মা, বলো।

মেয়ে : আমার না এক ডাক্তারের সঙ্গে বিয়ে পাকা হয়ে গেছে। আর আজ ওনার প্রথম চিঠি পেয়েছি। ডাক্তারদের হাতের লেখা তো আপনারাই পড়তে পারেন। তাই যদি একটু পড়ে শোনাতেন।

আরও পড়ুন- আজকের জোকস : ভিক্ষুকের পাওনা টাকা
****

মেহমান কিছু মনে করবেন না

স্ত্রী : মেহমান আসতেছে, কিন্তু ঘরে ডাল ছাড়া কিছু নাই, কী করবো এখন?

গোপাল : যখন উনি আসবেন, তখন রান্নাঘরে একটা বাসন ফেলে দেবে। আমি জিজ্ঞেস করবো, ‘কী হইছে?’ তুমি তখন বলবে, ‘কোরমা সব পড়ে গেছে।’ এরপর আরেকটা বাসন ফেলবে। তুমি তখন বলবে, ‘বিরিয়ানি পড়ে গেছে।’ আমি বলবো, ‘ঠিক আছে, ডাল-ই নিয়ে আসো’। মেহমান তখন কিছু মনে করবেন না।

মেহমান আসার পর কিচেন থেকে বাসন পড়ার শব্দ এলো-

গোপাল : কী হয়েছে?

স্ত্রী : ডাল-ই পড়ে গেছে।

আরও পড়ুন- আজকের জোকস : আপনাকে কবর দিতে গেছে
****

ডিমান্ড পূরণ করতে পারবেন?

এক যৌতুকলোভী বিয়ের জন্য মেয়ে দেখতে গেল। মেয়ে তার পছন্দ হলো। এরপর সে মেয়েকে বলল-

লোভী : আপনাকে তো আমার পছন্দ হয়েছে। কিন্তু আপনার বাবা কি আমার ডিমান্ড পূরণ করতে পারবেন?

মেয়ে : কী ডিমান্ড?

ছেলে : না মানে, আসলে ডিমান্ড আমার না। আপনি তার একমাত্র মেয়ে। আপনার খুশির জন্য তো একটা গাড়ি হলে ভালো হয়। উনি কি তা পারবেন?

মেয়ে : আমার

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।