ঢাকাFriday , 8 June 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

হারের কারণ ব্যাখ্যা করলেন সাকিব

Link Copied!

এনবিনিউজ৭১ডেস্ক:আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেতে হলো বাংলাদেশকে। অথচ শেষটা তারা লড়েছিল হাড্ডাহাড্ডি, কিন্তু সান্ত্বনার জয় তারা পায়নি ১ রানের জন্য। দেরাদুনে তৃতীয় ম্যাচের হার তাই হজম করা কঠিন। এমন হারের জন্য মানসিক বাধা জয়ে দৃঢ়তার অভাবকে দায়ী করলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

১৪৬ রানের টার্গেটে নেমে দুই সিনিয়র ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। বিশেষ করে ১৯তম ওভারে টানা ৫ চার মেরে ম্যাচকে হাতের মুঠোয় নিয়ে এসেছিলেন মুশফিক। করিম জানাতের ওই ওভারে ২১ রান নেওয়ায় শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৯ রান। কিন্তু রশিদ খানের নিখুঁত বোলিংয়ে মুশফিক আউট হন। আর শেষ বলে লং অনের বাউন্ডারিতে শফিকউল্লাহ অবিশ্বাস্যভাবে রুখে দেন বাংলাদেশের প্রয়োজনীয় ৪ রান।

আবারও জয়ের খুব কাছে গিয়ে এমন ম্যাচ হারের কারণ সম্পর্কে সাকিব বলেছেন, ‘এই উত্তর দেওয়া আমার জন্য কঠিন হবে। এমন পরিস্থিতিতে আমি কখনও ব্যাট বা বল করিনি। আমি মনে করি ব্যাটসম্যান বা বোলাররা এটার বর্ণনা ভালো দিতে পারবে। আমার মতে এটা মানসিক বাধা, যেটা এখন পর্যন্ত আমরা জয় করতে পারিনি।’

ক্রিজে থিঁতু হওয়া দুই ব্যাটসম্যান থাকলেও শেষ ওভারে হারল বাংলাদেশ। কিন্তু শেষ ওভারে দৃঢ়তার অভাবে কেবল ম্যাচ বা সিরিজ হেরেছে দল এমনটা মনে করেন না সাকিব, ‘আমরা তিন বিভাগের একটিতেও ভালো খেলিনি।’

উন্নতির জায়গা নিয়ে সাকিব বলেছেন, ‘আমাদের ব্যাট, বল ও ফিল্ডে আরও ভালো করতে হবে। আমি মনে করি আমরা তিন বিভাগে ব্যর্থ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করিনি। আজকের ম্যাচ বাদে আগের খেলায় আমরা আরও ভালো বল করতে পারতাম। শারীরিক ভঙ্গি ও ফিল্ডিংয়ে আমাদের ঘাটতি ছিল। আমাদের ফিল্ডিং যখন সত্যিই ভালো হয় তখন দলকে দেখেছি, কিন্তু সেই শারীরিক ভঙ্গি ও উদ্যোম এখানে ছিল না।’ ক্রিকইনফো

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।