ঢাকাFriday , 24 February 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে শান্তুনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

রিমন রাজভর:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তুনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (২৩ ফেব্রুয়ারি) বিকাল চারটায় পৌর শহরের গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ পৌরসভার আয়োজনে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করেন প্রগতিশীল তরুন সংঘ বনাম নবাবগঞ্জ ভলিবল একাদশ। ভলিবল খেলায় নির্ধারিত ৫টি সেটের মধ্যে ৩-১ সেটে প্রগতিশীল তরুন সংঘকে পরাজিত করে নবাবগঞ্জ ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি। সমাপনি অনুষ্ঠানের বক্তব্যে পৌর মেয়র মাদক থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলাম,গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রুমিলা ইয়াছমিন সাথী, গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আকন্দ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ২নং প্যানেল মেয়র রিমন তালুকদার,গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন রানা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম জাফু, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান রিপন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাজেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনারুল ইসলাম আন্টু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছামুছ উদ্দিন ভেলা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা বাপ্পী, ১, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ সুইটি বেগম, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ জহুরা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ শাহানারা বেগম প্রমুখ।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ভলিবল খেলাটি উপভোগ করেন হাজার হাজার দর্শক। উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রেজাউল ইসলাম। সমাপনি অনুষ্ঠানের সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক দিপক কর ও খেলায় ধারাভাষ্য দেন মোঃ রবিউল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।