ঢাকাTuesday , 4 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের দেখতে উখিয়ায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজাররের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারে এসে পৌছান মার্কিন রাষ্ট্রদুত।এর পর বিকেলে ৪ টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ তে পৌঁছান তিনি।ক্যাম্পে ঘুরে ফিরে আশ্রিত কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেন।এরপর সাহায্য সংস্থার কয়েকটি সেবা কেন্দ্রওপরিদর্শন করেন,বিষয়টি  নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (প্রটোকল) এস. এম.সরওয়ার কামাল।

তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূতের কক্সবাজারে ২-৩ দিন অবস্থান করার কথা রয়েছে। তিনি উখিয়া-টেকনাফের আরো কয়েকটি ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের দেখতে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন সেবাদানকারী সংস্থার কর্মকর্তারা সাথে ছিলেন।উল্লেখ্য, আর্ল রবার্ট মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর নানাভাবে চাপও প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছেন রাষ্ট্রদূত মিলার।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।