ঢাকাFriday , 15 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে দুই দিনব্যাপী চাকুরি মেলার সমাপনী অনুষ্ঠিত

Link Copied!

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে দুই দিনব্যাপি চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

এসময় ক্লাবের সভাপতি শেখ আরিফুজ্জামান লিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুুরে চাকুরি মেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স কনফারেন্স কক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। একই সময়ে টিএসসিসিতে ‘এসপিয়ার, পার্সপিয়ার, ইন্সপিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মাল্টিন্যাশনাল কোম্পানি আইএসসিইএ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা এজাজুর রহমান সেমিনার পরিচালনা করেন।
বুধবার শুরু হওয়া দুই দিনব্যাপি এই চাকরি মেলায় ২৪টি কোম্পানি অংশ নেন। মেলায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী সিভি জমা দেন। বাছাইকৃতদের নিয়ে বৃহস্পতিবারে ১২০ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে প্রাথমিকভাবে ৬০ জন প্রার্থীকে নির্বাচন করেছে কোম্পানিগুলো। পরবর্তীতে পুনঃযাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান সংগঠনটির সভাপতি আরিফুজ্জামান লিপু।

আয়োজক সূত্রে জানা যায়, গতবার আয়োজিত মেলায় অংশগ্রহণকারী চাকুরিদাতা প্রতিষ্ঠানগুলো আবেদনকারী ৬৫ জন প্রার্থীকে চাকুরির জন্য নির্বাচিত করে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরত আছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।