ঢাকাSaturday , 26 May 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি রাঙ্গামাটিয়ায় শ্রী শ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে পূর্নরায় গীতা ও নৈতিক শিক্ষালয় শুভ উদ্ধোধন সম্পন্ন।

Link Copied!

এম.ডি.ত্রিপুরা সুজন, ফটিকছড়ির প্রতিনিধিঃ

ফটিকছড়ি পৌরসভাস্থ রাঙ্গামাটিয়ায় মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত শুক্রবারে শ্রী শ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে পূর্নরায় গীতা ও নৈতিক শিক্ষালয় শুভ উদ্ধোধন করা হয়েছে।
উক্ত শুভ উদ্ধোধনে সভাপতিত্ব করনে,মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী কাজল কান্তি পাল।
শ্রী শ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের পূর্নরায় গীতা ও নৈতিক শিক্ষালয় শুভ উদ্ধোধন করেন, আমন্ত্রিক অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,বাগীশিক কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য শ্রীযুক্ত ডাঃ জয়টু কুমার শীল,বাগীশিক ফটিকছড়ি উপজেলার সভাপতি শ্রীযুক্ত ডাঃ সুব্রত চৌধুরী,সাধারণ সম্পাদক রুপক দে,হারুয়ালছড়ি সমিতির সভাপতি শ্রীযুক্ত স্বপন ধর,ফটিকছড়ি পৌরসভার পূজা কমিটির সভাপতি ডাঃ অজিত দে, এবং ডাঃ রতন দাশ, মানস চক্রবর্তী, অমর দে সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ আরও প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
উক্ত শুভ উদ্ধোধনের সময় অতিথিরা শ্রীশ্রীমদ্ভগবদ গীতা ও নৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন,শ্রী মদ্ভগবদ গীতা আমাদের ( সনাতন ধর্মালম্বীদের) নিত্যদিনের পাঠ ধর্মীয় গ্রন্থ।
এই ধর্ম গ্রন্থ পাঠ করলে আমাদের নৈতিক পরিবর্তন হবে বা আসবে।
তাই প্রত্যেক ব্যক্তিকে শ্রী মদ্ভগবদ গীতা পাঠ করতে আবশ্যক।
শ্রী মদ্ভগবদ আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ।
এই গ্রন্থ পাঠের মাধ্যমে আমাদের আত্মা শুদ্ধ হবে।
এবং সবার মনের মাঝে কোনো হিংসা -পরনিন্দা, বর্ণ ভেদাভেদ থাকবে না।
কবির ভাষা আছে,
“বাহিরে সবার কালো আর ধলো,
ভিতরে সবার সমান রাঙ্গা”।
তাই সনাতন ধর্মালম্বীদেরকে শ্রী মদ্ভগবদ গীতার বাণী প্রত্যেক পরিবারে পৌঁছার দেওয়ার আহবান জানানো হয়।
পরিবার কাছ থেকে একজন শিশু নৈতিককতা শিক্ষা অর্জন করে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশা-পাশি আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে।
উক্ত শুভ উদ্ধোধনে অনুষ্ঠান সঞ্চালনা করেন, মন্দির পরিচালনা পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক শ্রীযুক্ত উজ্জ্বল শীল।
পরিশেষে উক্ত শুভ উদ্ধোধন পরিসমাপ্ত ঘোষনা করেন,মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রীযুক্ত কাজল কান্তি পাল।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।