ঢাকাSunday , 31 July 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে আন্তঃ উপজেলা নারী ফুটবল খেলাঃ চ্যাম্পিয়ান পাঁচবিবি, রানার্স আপ জয়পুরহাট সদর

Link Copied!

পুলক সরকার, স্টাফ রিপোর্টারঃ
৩১ জুলাই/২২ইং
‘হিংসা নয়, সম্প্রীতি ছড়াই; বিদ্বেষ নয়, সম্প্রীতির গান গাই’-এ শ্লোগাকে প্রতিপাদ্য রেখে  সহিংস উগ্রবাদ মুক্ত সমাজ গড়তে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো আঞ্চলিক আন্ত:উপজেলা যুব নারী ফুটবল র্টুনামেন্ট-২২। শনিবার বিকাল শহরের ধানমন্ডি এলাকায় জয়পুরহাট মহাবিদ্যালয় মাঠে এ আন্তঃ উপজেলা অঞ্চলিক এ র্টুনামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট-০১ আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
টুর্নামেন্টে পাঁচবিবি উপজেলা নারী দল ৬-০ গোলে ক্ষেতলাল উপজেলা নারী দলকে এবং জয়পুরহাট সদর উপজেলা নারী দল ২-০ গোলে কালাই উপজেলা নারী দলকে হারায়। এ খেলায় ফাইনালে পাঁচবিবি উপজেলা নারী দল ১-০ গোলে জয়পুরহাট সদর উপজেলা নারী দলকে পরাজিত করেন।
দি ইউরোপীয়ন ইউনিয়ন, হেলভেটাস বাংলাদেশ ও রুপান্তরের আর্থিক সহযোগীতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উপমা সমাজ উন্নয়ন সংস্থা’ সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং বাংলাদেশ এন্ড শ্রীলংকা প্রকল্পে সহিংস উগ্রবাদ মুক্ত সমাজ গড়তে জয়পুরহাট জেলায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার উপজেলার যুব নারীদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন সংসদ সদস্য। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা প্লাটফর্মের সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সিএসও পিভিই প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রনক বর্মন ও কামরুজ্জামান রানা,  পিভিই প্রকল্পের ফাইনান্স অফিসার দেব নারায়ন মন্ডল ও উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।