ঢাকাMonday , 13 November 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

Link Copied!

 

শ.ম.গফুর(উখিয়া)কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি  উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করেন। সোমবার (১৩নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এদিকে মহিলা প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকার কারনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে ৪ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। এদের মধ্যে শাহ কামাল ব্যালট নং ৪) ৩০৫ ভোট পান, আবদুল হক (ব্যালট-১) ২২৮ ভোট পান,কবির আহমদ (ব্যালট -২) ২১৮  ভোট পান ও হামিদ হোসাইন (ব্যালট-৫) ২১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার  মোহাম্মদ সোহেল মিয়া,সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন তুমব্রু সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম (শাওন)।

এসময় উপস্থিত ছিলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি খালেদ সরওয়ার হারেজ, ঘুমধুম ইউনিয়ন পরিষদে সদস্য শফিকুল ইসলাম,আনোয়ারুল ইসলাম শিকদার ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এস,আই শ্রীবাসের  নেতৃত্বে পুলিশের একটি দল।

উল্লেখ্য, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪১৭  জন ও ভোট গ্রহণ হয়েছে ৩৬৫ জনের।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।