ঢাকাTuesday , 8 January 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচন:সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী খুরশিদা সমর্থনে  এগিয়ে

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ
সদা বোরকা পরিহিত,হাতে ভ্যানিটিব্যাগ। দুরন্তপনায় চলাচল।কখনো নিজ বাড়ির আংগিনায় নারীদের সাথে কথা বলা।কখনো এপাড়া-ওপাড়ায় যাওয়া।আবার ইউনিয়ন পরিষদে ছুটে যাওয়া।কখনো নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর কিংবা বান্দরবান জেলা শহরে।প্রতিটি দলীয় মিছিল-মিটিংয়ে দলবদ্ধ নারী নিয়ে অংশ গ্রহণ করা।নারী নিয়ে অগ্রভাগের নেতৃত্ব দেওয়া।এভাবে প্রতিটা দিনের সময় কাটে তৃর্ণমুলের নারী নেত্রী খুরশিদা আকতারের।খুরশিদা আকতার পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী।সব সময় নারী অধিকার আদায়ে সোচ্চার গ্রামীণ জনপদের এ নেত্রী।বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা খুরশিদা আকতার পারিবারিক ভাবে আওয়ামীলীগের সক্রিয় এক নিবেদিত প্রান।স্বামী নুরুল কবির আওয়ামীলীগের সক্রিয়কর্মী।বাবা মরহুম মীর আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।মাতা ফাতেমা বেগম পরিবার-পরিকল্পনা বিভাগের চাকুরীজীবী ছিলেন।দলের শক্তি,নিজের কাজের মুল্যায়ন,স্বামীর পরিবার,বাবা-মা’র ইমেজকে কাজে লাগিয়ে আগামী ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করে এলাকাবাসীকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন লালন করছেন খুরশিদা আকতার।দীর্ঘ দিন দলের প্রতি আনুগত্য পোষণ করা খুরশিদা আকতার দলের দু:সময়-সু সময়ে নিজের ঘুমধুম ইউনিয়ন বাসীর জন্য কাজ করে আসছেন।খেয়ে না খেয়ে দলের ডাকে ছুটে চলা এ নেত্রী দীর্ঘ দিনের দল ও মানুষের জন্য কাজ করে যাওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আগামী ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডে (১,২,৩) মহিলা মেম্বার পদে প্রার্থী হওয়ার আগাম তোড়জোড় শুরু করে দিয়েছেন।ইতিমধ্যে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে তিন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন।জানান দিচ্ছেন নিজের প্রার্থীতার কথা।বিশেষ করে নারী সমাজের পরিচিত মুখ খুরশিদা আকতার নারীর জন্য সরকার প্রদেয় প্রতিটি সুবিধা ঘরে-ঘরে পৌছে দেওয়ার সংগ্রামে দিন অতিবাহিত করছেন।ভিজিএফ-ভিজিডি,বয়স্ক ভাতা,দারিদ্র বিমোচন প্রকল্প বাস্তবায়ন, মাতৃ ভাউচার স্কীম,স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ,প্রাক-প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, গ্রামীণ অবকাটামো উন্নয়নসহ প্রতিটি জনকল্যাণ কর কাজে নিজের প্রচেষ্টার কোন ঘাটতি নেই খুরশিদা আকতারের।তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ড থেকে প্রার্থী হবেন।নির্বাচিত হলে উক্ত ওয়ার্ডের মানুষের উন্নয়নে আমুল পরিবর্তন আনবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।এক প্রতিক্রিয়ায় খুরশিদা আকতার বলেন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী হিসেবে পার্বত্য বান্দরবানের ৬ ষ্ট বারের নির্বাচিত সংসদ সদস্য, পার্বত্য বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর,বান্দরবান জেলা আওয়ামীলীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক শফিউল্লাহ, সদর ইউপির চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,ঘুমধুম ইউপির সাবেক তিন বারের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খাইরুল বশর,ঘুমধুম ইউপির চেয়ারম্যান একে.এম
জাহাংগীর আজিজ’র একান্ত অনুপ্রেরণা আমার প্রতি রয়েছে।তাদের সহানুভুতিকে কাজে লাগাবো।দলের প্রতিটি নেতাকর্মী আমার পক্ষ হয়ে নির্বাচনে ভুমিকা রাখবে ইনশাআল্লাহ। তেমনি সকল নারী-পুরুষের জন সমর্থন ও রায় আমার অনুকুলে আসবে বলে প্রত্যাশা করছি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।