ঢাকাTuesday , 26 April 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে কীটনাশক প্রয়োগ করে কৃষকের জমির ফসল নষ্ট করেছে দূবৃত্তরা

Link Copied!

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
এই জমিতে আমার কৃষি কাজ করে পরিবারের খরচ চলে। আমার জমির ফসল নষ্ট করায় এ বছর আমি ও আমার পরিবার কী খাবো কীভাবে চলবো সৃষ্টিকর্তা জানেন। এভাবে জমিতে বসে বিলাপ করতেছিল সত্যেন বাইন।
গোপালগঞ্জ পৌরসভার ঘোষেরচর গ্রামের সত্যেন বাইনের ৭৯ শতাংশ জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল (পাট) নষ্ট করেছে দূবৃত্তরা। সত্যেন বাইন ঘোষেরচর গ্রামের মৃত দ্বীনবন্ধু বাইনের ছেলে।
এ ব্যাপরে গতকাল সোমবার (২৫ই এপ্রিল) সত্যেন বাইন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
সত্যেন বাইন অভিযোগ করে বলেন, ৮৯নং ঘোষেরচর মৌজায় আরএস ৪১৯৯ নং দাগে ৩৯ শতাংশ ও আরএস ৩৪৭৫ নং দাগে ৪০ শতাংশ জমিতে পাঠ রোপন করেছি। রাতের অন্ধকারে কে বা কাহারা আমার জমির ফসল (পাট) নষ্ট করেছে। আমি এই জমিতে কৃষি কাজ করে পরিবারের খরচ চলে। আমার জমির ফসল নষ্ট করায় এ বছর আমি ও আমার পরিবার কী খাবো, কীভাবে চলবো সৃষ্টিকর্তা জানেন।
তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার ফসল নষ্ট করেছে আমার প্রতিপক্ষরা বলে ধারনা করছি।
গোপালগঞ্জ সদর থানার অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: নওশের আলী বলেন, আমরা গতকাল এব্যাপরে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।