ঢাকাMonday , 9 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় বাংলা নববর্ষ পালনে উদযাপন কমিটি

Link Copied!

 শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি
আসন্ন পহেলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী ২৭ এপ্রিল উখিয়ায় বৈশাখী লোকজ উৎসবের কর্মসূচি হাতে নিয়েছে উখিয়ার লোকশিল্পীরা। এ লক্ষ্যে ৮ এপ্রিল বিকালে  উখিয়া সাহিত্য কুটিরে এক সভা অনুষ্ঠিত হয়। লোক-সংস্কৃতি সংগ্রাহক কবি-নাট্যকার মাস্টার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী লোকজ উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সভায় বৈশাখী লোকজ উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতামত ব্যক্ত করেন ছড়াকার মোজাম্মেল হক আজাদ, লোকশিল্পী ও গীতিকার মাস্টার ছৈয়দ নূর, শিল্পী ও গানের শিক্ষক সাব্বির আহমদ, কবি গবেষক কালাম আজাদ, শিল্পী খন্দকার মোহাম্মদ রানা, খন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান, লোকজ অভিনেতা নুরুল কবির, হেকিম জাফর আলম, শিল্পী পারভেজ, জিদান, পন্ডিত জহির আলম, মমতাজ মিয়া ও দিল নেওয়াজ।আলোচনা শেষে মোজাম্মেল হক আজাদ আজাদকে প্রধান সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন, সাব্বির আহমদ, মাস্টার ছৈয়দ নূর, কালাম আজাদ, খন্দকার মোহাম্মদ রানা, খোন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান বৈরাগৗ ও নুরুল কবির।মুক্তি কক্সবাজারের অর্থায়নে আয়োজিত বৈশাখী উৎসবে বৈশাখী পুঁথি, হঁঅলা, ভাটিয়ালী, গাছা সংগীত, বা-গীত, জারি গান, ঘুমপাড়ানি, উল্টা গীত ও আঞ্চলিক গান পরিবেশন করা হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।