ঢাকাFriday , 30 March 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ফুটবল টুর্ণামেন্টে কক্সবাজার বনাম রামুর খেলায় ১ গোলে রামুর জয়

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ার পাতাবাড়ি- শৈলরডেবা একতা সংঘ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচ ফুটবল একাডেমী কক্সবাজার বনাম রামু ফুটবল একাদশের মধ্যকার খেলায় ১ গোলে জিতেছে রামু ফুটবল একাদশ।
৩০ মার্চ শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্টিত খেলায় চির প্রতিদন্ধি ফুটবল
একাদশ কক্সবাজার বনাম রামু ফুটবল একাদশের মধ্যকার তুমুল লড়াইয়ে নেমে খেলার প্রথমার্ধে রামু ফুটবল একাদশের ১১ নাম্বার জার্সিধারী খেলোয়াড় ডেবিট ৫ মিনিটের মাথায় কক্সবাজার ফুটবল একাদশের জালে পাঠিয়ে দেয়া ১ গোলে নিজ দলকে জয়ের ধারায় এগিয়ে নিয়ে যায়।দ্বিতীয়ার্ধেও কোন পক্ষ গোল করতে না পারলেও ১ গোলে রামু ফুটবল একাদশ বিজয়ীর মুকুট পরে।উভয়দলে
ঢাকা ও চট্টগ্রামের অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় অংশ নেয়।টুর্নামেন্টের সমন্বয়কারী আবদুল করিম জানান, কক্সবাজার ও রামুর পক্ষে ঢাকা আবাহনী,মোহামেডান, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং জাতীয় দল অনুর্ধ ১৯ সেরা খেলোয়াড় সহ দিদার,হানিফ,সুকিং রাখাইন, রুবেল, জুয়েল রানা, হানিফ, মিতুন সরকার, সুবল, মুকুট ও ছৈয়দ করিম সহ জেলার শেষ্ট্র খেলোয়াড়রা মাঠ মাতান।উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ ওসি ( তদন্ত)  ইমন কান্তি চৌধুরী,সাংবাদিক শ.ম.গফুর,(দৈনিক আমাদের অর্থনীতি,সাঙ্গু ইনানী,উখিয়া নিউজ.কম),সাংবাদিক শহীদুল ইসলাম (দৈনিক বাঁকখালী),সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক,ক্রীড়া ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ এবং বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হয়।এতে অন্তত ৫ সহস্রাধিক ক্রীড়া প্রেমিক দর্শক খেলা উপভোগ করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।