ঢাকাTuesday , 18 January 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

‌সিলেটে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল

Link Copied!

সিলেট বিভাগে গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ অতিক্রম করেছে। ১ হাজার ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৩।

এর আগে গত সোমবার শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৩। আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন। বেলা দেড়টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিলেট স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৬৪ জনের। সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৮৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৬ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি অনুসরণসহ মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।