বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৮:০১ অপরাহ্ন
রেজুয়ান খান রিকন: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের নাচাইকোচাই (কৈপাড়া) মৃধাদেব বাড়ীর পুকুর থেকে পিয়াস নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের ফায়ার সার্ভিসের রেসকিউ টিম। মঙ্গলবার (১৪জুলাই) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টায় এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিয়াসের পরিবারের লোকজন জানায় পিয়াস মঙ্গলবার বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাচাই কোচাই(কৈপাড়া) গ্রামে বাবার লিজ নেওয়া পুকুরে যায়।
পুকুরে যাবার পর দীর্ঘ সময় পেড়িয়ে গেলেও সে বাসায় না ফেরায় খোঁজা খুঁজির এক পর্যায়ে তার পরিবারের লোকজন ওই পুকুরে গিয়ে পুকুর পাড়ে ছোট্ট ছাপড়া ঘরে পিয়াসের স্যান্ডেল ও শার্ট দেখতে পেয়ে রাত ৮টার দিকে ফায়ার ষ্টেশনে খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টা সময়ের মধ্যে সেখানে পৌঁছে পকুুরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে পিয়াসের লাশ উদ্ধার করেন। পিয়াস পৌর শহরের জলিল মিয়া সুপার মার্কেটের স্বত্তাধিকারী বুজরুক বোয়ালিয়া মাস্টার পাড়ার মরহুম জলিল ফিল্ড ম্যানের নাতি ও ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ খালিদ হোসেনের একমাত্র ছেলে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশন ইনচার্জ মতিয়ার রহমান জানিয়েছেন খবর পেয়ে আমাদের টিম পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে তবে মুত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
Leave a Reply