ঢাকাSaturday , 7 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি সবজি বিক্রেতাকে গুলি করে হত্যা, আজিজুলের গ্রামের বাড়ী নরসিংদীর রায়পুরায় কান্নার আহাজারি

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদীঃ সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি প্রবাসী সবজি বিক্রেতাকে গুলি করে হত্যা করেছে  সৌদি নাগরিক আজিজুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরায় কান্নার আহাজারি।নিহত আজিজুল তালুকদার (৪০) নরসিংদী জেলার রায়পুরা উপজেলা চরমধুয়া ইউনিয়নের গাজিপুরা গ্রামের রমজান আলির ছেলে।নিহত আজিজুলের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার সংসারে।ছেলেও মেয়ের সাথে কথা বলে জানাজায়,শুক্রবার তাদের কাছে সৌদি আরব থেকে ফোন করে তাদের চাচা বলেন তোমার বাবা মারা খুন হয়েছে ।‍স্থানীয় সময় শুক্রবার সকালে আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার সাংবাদিকদের জানান, তারা দুই ভাই মিলে একসঙ্গে ওই দোকান চালাতেন। তার সামনেই আজিজকে গুলি করে হত্যা করা হয়।“সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক দোকানে এসে টাকা না দিয়ে কিছু সবজি আর ফল নিয়ে যেতে চায়। আমার ভাই বাধা দিলে ওই ব্যক্তি ক্ষেপে যায়।পরে বাসা থেকে পিস্তল নিয়ে এসে পর পর পাঁচটা গুলি করে।”এতে ঘটনাস্থলেই আজিজের মৃত্যু হয়। স্থানীয় জনতার সহায়তায় হত্যাকারী ওই সৌদি নাগরিককে পুলিশ আটক করে।তবে সৌদি নিয়ম অনুযায়ী তার পরিচয় প্রকাশ করা হয়নি।জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বলেন, আজিজুল তালুকদারের মরদেহ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।“নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি।সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।